Amazon Products

পৃষ্ঠাসমূহ

Game Download

মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১১

Capriance World

নতুন খাবারের দোকান
টিভিতে চলছে দারুণ কোনো ক্রিকেট ম্যাচ। কিন্তু বন্ধুদের নিয়ে সেদিনই ভালো কোনো রেস্তোরাঁয় খাবারের পরিকল্পনা। অথবা বাচ্চাদের নিয়ে এমন কোথাও যেতে চাচ্ছেন, যেখানে খাওয়াদাওয়াটা জমবে বেশ, সঙ্গে বাচ্চারাও পাবে আনন্দ। এ রকম চাওয়া-পাওয়ার সমন্বয় করতে যাত্রা শুরু করল নতুন রেস্তোঁরা ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ড।
১৩ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা সিটিতে ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ডের দরজা খোলা হবে সবার জন্য।
আয়োজকেরা জানান, খাবারের সঙ্গে বিনোদনের সমন্বয় করতেই তাঁদের এই প্রচেষ্টা। এখানে একসঙ্গেই পাবেন অনেক কিছু। পাবেন বিভিন্ন ধরনের ফাস্টফুড, আইসক্রিম, জুস, চায়নিজ খাবার, কাবাব তন্দুরি ইত্যাদি। এক পাশের দেয়ালজুড়ে বড় স্ক্রিনটিতে প্রতিনিয়ত দেখানো হয় ছবির ট্রেইলার, সরাসরি কোন টিভি চ্যানেল অথবা ইউটিউব থেকে ডাউনলোড করা আকর্ষণীয় কোনো ভিডিও। একসঙ্গে ৪০০ জনের খাবারের পাত পড়তে পারে এখানে, তাই কোনো জন্মদিনের পার্টি, বিয়ে অনুষ্ঠান, ফ্যাশন শো, কনসার্টের আয়োজনের জন্য বেছে নিতে পারেন এটি। বাই অর সেল, রেসিং, পপ মোটো, ফান হুপস, স্মার্ট বোলিংজাতীয় খেলার আয়োজন রাখা হয়েছে। ছোট ও বড়দের যে কেউ অংশ নিতে পারেন এসব খেলায়। ছোট্ট শিশুদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে থাকবে মাসকটদের মজার পরিবেশনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন