ঠোঁটকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে চান? বুঝতে পারছেন না, কীভাবে সাজাবেন? লিপস্টিক বা লিপগ্লস ব্যবহার করেছেন। দেখা গেল, খানিক পরই তা উধাও। এ ধরনের সমস্যার সমাধান দিয়েছেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান।
লিপস্টিক বা লিপগ্লস যা-ই ব্যবহার করা হোক না কেন, ঠোঁটকে নরম-মসৃণ করে নিতে হবে। সে জন্য অন্তত আধা ঘণ্টা আগে ঠোঁটে লিপবাম বা ভ্যাসলিন ব্যবহার করা প্রয়োজন। এরপর লিপস্টিকের রঙের সঙ্গে মিলিয়ে লিপ পেনসিল দিয়ে ঠোঁটকে আঁকতে হবে। অনেকে গাঢ় রঙের লিপ পেনসিল ব্যবহার করেন। এটি একটু দৃষ্টিকটু দেখায়। এ ছাড়া লিপ পেনসিল দিয়ে ঠোঁট আঁকার পর হালকা বা ন্যাচারাল রঙের লিপগ্লস ব্যবহার না করাই ভালো।
স্থায়িত্ব
অনেকেই অভিযোগ করেন, লিপস্টিক বা লিপগ্লস বেশিক্ষণ থাকে না। সে ক্ষেত্রে শুরুতে আপনি লিপ পেনসিল দিয়ে ঠোঁট আঁকবেন। এরপর তা পুরো ঠোঁটে একবার ব্যবহার করবেন, বিশেষ করে ঠোঁটের কোনার দিকে। এর ওপরে ব্যবহার করতে হবে আপনার পছন্দের লিপস্টিক। যাঁরা ঠোঁটে একটু শাইনি ভাব আনতে চান, তাঁরা লিপস্টিকের ওপরে লিপগ্লস লাগাবেন। যাঁরা শুধু লিপস্টিক দেন, তাঁরা টিস্যু দিয়ে সামান্য চাপ দিলে বাড়তি লিপস্টিক উঠে আসবে। এরপর একটু পাউডার বা ফাউন্ডেশন দিয়ে আবার একবার লিপস্টিক দিলেও তা স্থায়ী হয়। লিপগ্লস দীর্ঘক্ষণ ঠোঁটে রাখতে হলে আগে একটু আলতো করে বরফ ঘষে নিন। এরপর ব্যবহার করুন প্রিয় কোনো লিপগ্লস। এ ছাড়া লিপব্রাশ দিয়ে সুন্দর করে ঠোঁট সাজাতে পারেন। এতে লিপস্টিক ছড়িয়ে পড়বে না।
কোন ঠোঁটে কোন লিপস্টিক
পাতলা ঠোঁটে গ্লস বা শিমারি লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট মোটা দেখাবে। আর যাঁদের ঠোঁট পুরু বা ভারী ধরনের, তাঁরা একটু গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট পাতলা দেখাবে। এ ধরনের ঠোঁটে ম্যাট লিপস্টিকই মানায় ভালো।
কোন রঙে রাঙাবেন
সময়কে বিবেচনা করে লিপস্টিক ব্যবহার করতে হবে। দিনে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করবেন। আর রাতে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, সব রং সবাই ব্যবহার করতে পারে। নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানিয়েছে কি না, তা দেখতে হবে। তবে লাল রঙের লিপস্টিক ব্যবহার করলে মুখের মেকআপ হালকা করতে হবে। আর সব সময় যে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে লিপস্টিক লাগাতে হবে তা নয়, বরং অনেক সময় বিপরীত কোনো রঙেই ফুটে উঠবে আপনার সৌন্দর্য।
লিপলাইনারের রং যেন লিপস্টিকের চেয়ে গাঢ় না হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন