ফ্যাশনটা এখন অনেক বেশি আরামনির্ভর। পায়ের ফ্যাশন আর আরামের কথা বললেই প্রথমে চলে আসে চটি স্যান্ডেলের কথা। আর এই চটি যেনতেন চটি নয়, কাপড়ের চটি।
ফ্যাশন হাউস প্রবর্তনার পরিচালক শাহিদ হোসেন শামীম বলেন, ‘স্যান্ডেল মানেই চামড়া কিংবা রেকসিন—এমন ধারণাই আমাদের মনে গেঁথে আছে। কাপড়ের স্যান্ডেল তৈরির ভাবনাটা প্রথম মাথায় আসে কাঁথা থেকে। আমাদের নিজেদের সংস্কৃতির অংশ হলো আমাদের দেশের হাতে তৈরি কাঁথা। এর আগে কাঁথার ফোঁড়ের পোশাক, ব্যাগ, কিংবা ছোট ছোট ব্যবহার্য অনেক কিছুই হয়েছে। আর এই ভাবনা থেকেই কাঁথার ফোঁড়ের কাপড় দিয়ে স্যান্ডেল ডিজাইন করি। তবে আভিজাত্যের আদল দিতেই কাঁথার সঙ্গে চামড়া সংযুক্ত করেছি। যাঁরা চান চামড়ার প্রাধান্য বেশি থাকুক, তাঁদের জন্য পায়ের তলার পুরোটা চামড়া এবং ওপরের অংশে আছে কাপড়ের বেল্ট দিয়ে নকশা করা। আবার পুরোদস্তুর কাপড়ের স্যান্ডেলও মিলবে এখানে।
প্রবর্তনা থেকে কাপড়ের চটি কেনা যাবে ২৭৫ থেকে ৩৫০ টাকার মধ্যে।
ফ্যাশন হাউস যাত্রায় কাপড়ের স্যান্ডেল কিছুটা আলাদা। চামড়ার সঙ্গে দেশীয় গামছার সম্মিলনে তৈরি চটি। দুই ফিতার চটি এবং গামছার বেল্ট পায়ে পেঁচিয়ে পরার মতো চটি মিলবে এখানে। তবে পায়ে পেঁচিয়ে পরতে হলে অবশ্য কম ঝুলের স্কার্ট কিংবা ক্যাপ্রি প্যান্টের সঙ্গে পরতে হবে। বললেন ফ্যাশন হাউস যাত্রার গুলশান শাখার প্রধান সুকান্ত দে। এ ছাড়া রিসাইকল থিম অর্থাৎ পুরোনো কাপড় নতুন করে ব্যবহার-উপযোগী করে চটি তৈরি করেছে যাত্রা। আর যাত্রার রিকশা পেইন্টের কাপড়ের চটি তো আছেই। যাত্রা থেকে কাপড়ের চটি কেনা যাবে ৫০০ থেকে ৭৮৫ টাকার মধ্যে।
ব্যাগ ও জুতার দোকান এনা লা মোডের পরিচালক আনিকা ওসমান বলেন, ‘চটি জুতার আছে রকমফের। তবে কাপড়ের ব্যাগ ডিজাইনের সময় মিল রেখে একই ধরনের চটি স্যান্ডেল ডিজাইন করি।’ বাটিক প্রিন্টের কাপড়ের চটি মিলবে এখানে।
ফ্যাশন হাউস বিবি প্রোডাকশনের কাপড়ের চটি কিছুটা ভিন্ন। চামড়ার সঙ্গে অপেক্ষাকৃত পুরু কাপড়ের চটি মিলবে এখানে। পায়ের গোড়ালির ওপর পর্যন্ত কাপড় দিয়ে আটকানো চটি মিলবে এখানে। কেনা যাবে ৬৫০ থেকে ৮০০ টাকার মধ্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন