অন্দরসজ্জার অনুষঙ্গ তো অনেক কিছুই হতে পারে। খুব ভারী আসবাব কিংবা উজ্জ্বল আলোর জন্য ঝাড়বাতি, আরও কত্ত কী। তবে অনেকেই পছন্দ করেন একটু পুরোনো আর গ্রামীণ আদলে অন্দর সাজাতে।
আর ঘর সাজানোর একটি অনুষঙ্গ হতে পারে হারিকেন। গ্রামে এখন পর্যন্ত যেখানে বিদ্যু পৌঁছায়নি, সেখানে এখনো হারিকেনের প্রচলন আছে। আর নগরে এসে গ্রামীণ হারিকেন পেয়েছে ভিন্ন আদল।
ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের স্থপতি ও ডিজাইনার সাইদা ফজিলাতুন নাজ বলেন, ঘরের বিভিন্ন জায়গায় রাখা যেতে পারে হারিকেন। এতে অন্দরসাজে আসে ভিন্ন মাত্রা। চাইলে হারিকেনের মধ্যে রাখা যেতে পারে বৈদ্যুতিক বাল্ব, মোমবাতি কিংবা সলতে।
তবে আলোর জন্য ভেতরে যা-ই থাকুক, আলোটা ঘেরা থাকবে চিমনি দিয়ে। অল্প আলোর জন্য এটা ঘরের দোরগোড়া থেকেই ব্যবহূত হতে পারে। ঘরে ঢোকার দরজার পাশের দেয়ালে ঝুলিয়ে রাখা যেতে পারে হারিকেন। হতে পারে তা টিনের, পিতলের কিংবা কাঠের তৈরি।
বসার ঘরের সোফার পাশে ছোট টেবিলের ওপর রাখা যেতে পারে একটা হারিকেন। হারিকেনের আলো টেবিল ল্যাম্পের কাজ করবে। এ ছাড়া খাবার আর বসার ঘরের মাঝে শিকল দিয়ে ঝুলিয়ে দিতে পারেন একটা হারিকেন। শিকল ব্যবহার করতে না চাইলে নকশা করা বেণির মতো বোনা কোনো রশি দিয়েও ঝুলিয়ে দেওয়া যায়।
শোবার ঘরে রাখা যায় কাঠের হারিকেন। চিমনিটা কাচের ওপর গ্লাস পেইন্ট দিয়ে আলপনা করা হতে পারে।
বারান্দার সবুজ গাছের মাঝে ছোট ছোট হারিকেনের মৃদু আলো অনেক ভালো লাগে। আবার বড় বাগান কিংবা লনের মাঝে হারিকেন রাখা যেতে পারে। গায়েহলুদের অনুষ্ঠানে মঞ্চের পাশে হারিকেন ঝুলিয়ে দিলে দেখতে দারুণ লাগে।
অন্দরসজ্জার পণ্যের দোকান আইডিয়া ক্রাফটের ডিজাইনার শ্যামল চন্দ্র সাহা বলেন, পুরোনো হারিকেন আবার নতুনভাবে ফিরে এসেছে ঘর সাজানোর অনুষঙ্গ হিসেবে। আর তাই আইডিয়া ক্রাফটে মিলছে তিন ধরনের হারিকেন। কাঠ, রড আর কাচের ব্যবহারে তৈরি হারিকেন আছে। এ ছাড়া কেবল রট আয়রনের এবং বিভিন্ন ধাতুর তৈরি হারিকেন আছে। কেনা যাবে ৩৫০ থেকে ৩০০০ টাকায়।
ফ্যাশন হাউস আড়ংয়ে আছে ধাতু আর মাটির তৈরি হারিকেন। মাটিরটা কেনা যাবে ৫০ থেকে ২০০ টাকায়। আর ধাতুর ওপর নকশা করা হারিকেনের দাম পড়বে ৩০০০ টাকা। ফ্যাশন হাউস নগরদোলা থেকে হারিকেন কেনা যাবে ৬৫০ টাকায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন